বাগেরহাটে গাড়ির হেড লাইটে কালো রং করার কর্মসূচির উদ্বোধন

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের সড়ক দুর্ঘটনা রোধে যানবহনের হেড লাইটের উপরের অংশে কালো রং লাগানো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিআরটিএ‘র আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজ আল আসাদ। পরে টার্মিনাল চত্বরে চালক-শ্রমিকদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম দিনে অর্ধশত যানবহনের হেড লাইটের উপরের অংশে কালো রং লাগানো হয় ।


এ উপলক্ষে এক আলেঅচনা সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ বাগেরহাট সার্কেলের উপ-পরিচালক মো. মইনুল ইসলাম। এতে জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি অম্বরিশ রায়, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আবুল হাসান, বিআরটিএ বা মোটরযান পরিদর্শক ফরহাদ হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, রাতে সড়কে গাড়ি ও মোটরসাইকেল চালানোর সময় হেড লাইটের আলো উপরে উঠানো থাকায় কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকের চোখে আলো লাগে। আর এতে অনেক দুর্ঘটনা ঘটে।