ফুলতলায় ফেনসিডিলসহ গ্যারেজ মালিক আটক

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা॥ ফুলতলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ফেনসিডিলসহ ইমরান সরদার (২৮) নামে এক জন আটক হয়েছে। সে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের গোলাম সরদারের পুত্র এবং ফুলতলা হাসপাতাল সংলগ্ন ইমরান মটরস এর স্বত্তাধিকারী। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক আতাউর রহমানের নেতৃত্বে ও অন্য সদস্যরা মঙ্গলবার রাতে ফুলতলার দক্ষিণডিহি এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালান। এ সময় ইমরানের শয়নকক্ষের খাটের নিচে চালের ব্যাগের মধ্য থেকে ৪০পিস ফেনসিডিলসহ আটক করা হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ফুলতলা হাসপাতাল সংলগ্ন ইমরান মটরস নামে তার একটি মটরবাইক গ্যারেজ রয়েছে। সেখানে উঠতি বয়সের তরুণদের নিয়মিত আড্ডা জমে। গ্যারেজের অন্তরালে দীর্ঘদিন ধরে ইমরান সুকৌশলে মাদক ব্যবসা করে আসছে বলে সূত্র জানিয়েছে।

পৃ-৩