রাশিয়া-ইউক্রেনের আলোচনা শেষ, ২য় রাউন্ডে বৈঠক শিগগিরই

0

লোকসমাজ ডেস্ক॥ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনার প্রশমনে বেলারুশের সীমান্তে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শেষ হয়েছে। দ্বিতীয় রাউন্ডে বৈঠকে শিগগিরই দুই পক্ষ আবার একত্রিত হবে। বেলারুশের সংবাদমাধ্যম বেলটা নিউজের বরাত দিয়ে সোমবার এই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। এর আগে সোমবার বেলারুশ সীমান্তে প্রিয়াপাত নদীর কাছে দুই দেশের প্রতিনিধিদল বৈঠকে মিলিত হয়। ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেকসাই রেজনিকভ ও প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াকের নেতৃত্বে ইউক্রেনের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। অপরদিকে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি ও পার্লামেন্ট সদস্য লিউনিদ স্লাতস্কি।আলোচনার বিষয়ে দুই পক্ষই নিজ নিজ দেশের রাজধানীতে ফেরত গিয়ে অবস্থা জানাবে এবং পরবর্তী বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা-পরামর্শ করে নিবে। অবশ্য এই বৈঠক থেকে শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে প্রত্যাশার হার কম। বৈঠকের আগেই ইউক্রেন যুদ্ধবিরতি ও ইউক্রেনীয় ভূমি থেকে রুশ সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করেছে। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ আগ্রাসনে দেশটিতে রোববার পর্যন্ত ১৪ শিশুসহ ৩৫২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সূত্র : বিবিসি