শরণখোলায় ছিনতাইকারী চক্রের তিন নারী সদস্য আটক

0

শরণখোলা সংবাদদাতা,বাগেরহাট॥ বাগেরহাটের শরণখোলায় নারী ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে হাতে-নাতে আটক করেছে স্থাণীয় জনতা। রোববার বেলা দুইটার দিকে উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তারমোড় এলাকার বাবুল সুপার মার্কেটের নাদিয়া ফার্মেসী থেকে এক ওষুধ ক্রেতার ব্যাগ থেকে টাকা ও স্বর্নের আঙটি নিয়ে পালাবার সময় জনতা তাদের আটক করে এবং পুলিশের হাতে তুলে দেয়। একই দিনে ছিনতাইকারীরা স্থানীয় রায়েন্দা বাজারের সোনালী ব্যাংক থেকে এক গ্রাহকের ৮০ হাজার টাকা ব্যাগের চেইন খুলে নিয়ে পালিয়ে যায় । আটকদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে শরণখোলা থানাপুলিশ সূত্র জানায়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান জানান, বেঁদে পরিচয়ে ৮/১০ জনের একটি নারী ছিনতাইকারী চক্র এলাকায় ঢুকে চুরি ও ছিনতাই কাজে লিপ্ত হয়েছে । রোববার বেলা ১২ টার দিকে রায়েন্দা বাজারের পাঁচ রাস্তারমোড় থেকে নাসিমা নামের এক ন্ারীর ব্যাগ কেটে ২১০০ টাকা ও দুইটি স্বর্নের আঙটি নিয়ে পালাবার সময় জনতার হাতে আটক হয় । খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে । এর আগে সকালের দিকে তারা সোনালী ব্যাংকের এক গ্রাহকের কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। আটকরা হলেন টাঙ্গাইল জেলার নাগপুর উপজেলার বলরামপুর গ্রামের খুনকার ব্যাপারির মেয়ে পারভিন বেগম ও শার্মিন বেগম এবং মাদারীপুর জেলার কামাল চৌধুরীর মেয়ে মৌসুমী বেগম। এরা বাগেরহাটের খানজাহানআলীর মাজার সংলগ্ন এলাকায় বসবাস করেন। জিজ্ঞাসাবাদ শেষে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে । ছিনতাইকারীদের প্রতিহত করতে পুলিশ প্রশাসন সজাগ রয়েছে ।