পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চিংড়ি ঘের দখল চেষ্টা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘের দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়,উপজেলার খাটুয়ামারী মৌজায় মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরদারের ৭৬ বিঘার চিংড়ি ঘের অবস্থিত। এর মধ্যে ৩৪ বিঘা জমি জালাল বিশ্বাস ও কাইয়ুম সরদার ও লিজ মালিক জাহাঙ্গীর গোলদার মালিকানা দাবি করে দখলের চেষ্টা করেন। বিষয়টি অবগত হওয়ার পর রুহুল আমিন সরদার গত ১৪ ফেব্র“য়ারি তাদের বিরুদ্ধে মামলা করেন। আদালত ১৬ ফেব্র“য়ারি মামলাটি আমলে নিয়ে দখলভিত্তিক স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। আদেশ কার্যকর করার জন্য পাইকগাছা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। যার পরবর্তী তারিখ ধার্য হয়েছে ১৫ জুন। নোটিশ পাওয়ার পরও শুক্রবার সকালে জালাল বিশ্বাস গং বেতবুনিয়া মৌজার খাটুয়ামারীস্থ ওই জমি দখলের চেষ্টায় আইল দেওয়ার কাজ শুরু করে। এ ব্যাপারে জালাল বিশ্বাস জানান,হারির টাকা না দেওয়ায় তাদের রেকর্ডিয় জমিতে বাঁধ দিয়ে দখলে যাচ্ছে। জাহাঙ্গীর গোলদার জানান, তিনি জমির মালিকদের কাছ থেকে লিজ নিয়েছেন। তারা দখল বুঝে দিলে আমি সেখানে চিংড়ি চাষ করব। রুহল আমিন সরদার বলেন, এটা ভিপি সম্পত্তি। ডিসিআর মূলে দখলে আছি। জাহাঙ্গীর গোলদার ভুয়া জমির মালিক সাজিয়ে এ জমি দখলের চেষ্টা করছেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান,১৪৪ ধারার নোটিশ জারি করে উভয়পক্ষকে আদালতের আদেশ জানিয়ে দেওয়া হয়েছে। অবনতি ঘটালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।