বাসমাশিস’র নড়াইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

0

নড়াইল অফিস ॥ বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতি (বাসমাশিস) নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জাকির হোসেন শিকদার হিরক। প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতির সভাপতি মমতাজ খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বাসমাশিস’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মঞ্জু, সহ-সম্পাদক সৈয়দ মুহাম্মাদ আব্দুল জলিল, নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন হিরককে সভাপতি, নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মঞ্জুর হাসানকে সাধারণ সম্পাদক ও নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ হাফিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।