রামপালে উপমন্ত্রীর ৫০ হাজার মাস্ক প্রদান

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার রামপাল উপজেলা পরিষদে ৫০ হাজার মাস্ক প্রদান করেছেন। মন্ত্রীর পক্ষে মাস্ক গ্রহণ করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, পিআইও মো. মতিউর রহমানসহ ১০ ইউনিয়নের চেয়ারম্যান। বৃহস্পতিবার মাস্ক ১০ টি ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন সংস্থা ও লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।