কীসের এত বৈষম্য

0

লোকসমাজ ডেস্ক॥ কামাথিপুরার কুইন ছিলেন গাঙ্গুবাই। সেই চরিত্রই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে ফুটিয়ে তুলেছেন আলিয়া ভাট। ছবির প্রচারে এমন শহরে এসেছেন, যেখানে এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লী রয়েছে। নাম সোনাগাছি। সোনাগাছি বা এর মতো অন্যান্য যৌনপল্লীতে যে মানুষগুলো দিনের পর দিন দেহ ব্যবসার মাধ্যমে রুটিরুজির সংস্থান করছেন, তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কি পাল্টেছে? এই প্রশ্নের জবাব দিলেন আলিয়া। অভিনেত্রী বলেন, দেহ ব্যবসার পেশাকে আইনি স্বীকৃতি দেয়ার জন্য লড়েছিলেন গাঙ্গুবাই। তা অবশ্যই তর্কসাপেক্ষ একটা বিষয়। কিন্তু আমরা তাদের সঙ্গে কেমন ব্যবহার করি, তাদের কতটা আপন করে নিতে পারি, পরিবর্তনের ক্ষেত্রে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আর এভাবেই আমরা ওদের মতো করে ওদের বুঝতে পারবো। এরপরই অভিনেত্রী জানান, ষষ্ঠ দশকেই গাঙ্গুবাই যৌনকর্মীদের অধিকারের জন্য লড়েছিলেন। সেই লড়াই আজও চলছে। অভিনেত্রীর কথায়, আজও মানুষ যৌনকর্মীদের খারাপ চোখে দেখেন। হ্যাঁ, তাদের পেশা নিয়ে কারও’র সমস্যা থাকতেই পারে। কিন্তু তারাও তো মানুষ। কোন কারণে এই পেশাকে বেছে নিয়েছেন, তা ভাবা প্রয়োজন। বোঝার চেষ্টা করা দরকার। আমি সবসময়ে বিশ্বাস করি, মানুষের মনে একটু দয়াভাব থাকলে এ পৃথিবী আরও সুন্দর হয়ে উঠতে পারে। ওদের দেহেও আমাদের মতোই লাল রক্ত রয়েছে। তাহলে কীসের এত বৈষম্য? হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক সঞ্জয় লীলা বানশালি তৈরি করেছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। তার প্রচারে কলকাতায় এসেই যৌনকর্মীদের অধিকার নিয়ে কথা বলেন আলিয়া। ছবির প্রচারের পাশাপাশি এদিন কলকাতায় ছবির নতুন গানও লঞ্চ করেন আলিয়া। এরইমধ্যে ছবির গান ও ট্রেলারের মাধ্যমে আলোচনায় এসেছেন আলিয়া ভাট। তার এমন নতুন লুকও দর্শক বেশ পছন্দ করছেন।