কৃত্রিম বুদ্ধিমত্তায় বৈশ্বিক ব্যয় হবে ৪৩ হাজার কোটি ডলার

    0

    লোকসমাজ ডেস্ক॥ চলতি বছরে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বৈশ্বিক ব্যয় ১৯ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়াবে ৪৩ হাজার ২৮০ কোটি ডলার। এ ব্যয়ের মধ্যে থাকছে সফটওয়্যার, হার্ডওয়্যার ও সার্ভিসেস ব্যয়। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৩ সালে এআই খাতে ব্যয় ৫০ হাজার কোটি ডলারের সীমা অতিক্রম করবে।
    আইডিসির ওয়ার্ল্ডওয়াইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অ্যান্ড অটোমেশন রিসার্চের ভাইস প্রেসিডেন্ট রিতু জ্যোতি বলেন, উদ্ভাবনের গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে দাঁড়িয়েছে এআই। মানুষের কাজ সহজসাধ্য করার ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিকল্পনা ও পূর্বাভাস দেয়া সহজতর করার মাধ্যমে সর্বোত্তম সিদ্ধান্ত নেয়া সহজতর করছে।
    আইডিসির পূর্বাভাসে বলা হয়, এআইয়ের তিনটি ক্যাটাগরির মধ্যে এআই সফটওয়্যারে চলতি বছর ব্যয় কিছুটা কমবে। অন্যদিকে এআই হার্ডওয়্যার ও সার্ভিসেস ব্যয় দ্রুত বাড়বে। ২০২৩ সালেও এ প্রবণতা বহাল থাকবে। সর্বোপরি এআই সার্ভিসেস সেগমেন্টে আগামী পাঁচ বছর ব্যয় ঊর্ধ্বমুখী থাকবে। এ সেগমেন্টে আগামী পাঁচ বছরের সম্মিলিত বার্ষিক প্রবৃদ্ধি হার বা সিএজিআর থাকবে ২২ শতাংশ। অন্যদিকে এআই হার্ডওয়্যারে একই সময়ে সিএজিআর থাকবে ২০ দশমিক ৫ শতাংশ।
    ২০২১ সালের প্রথমার্ধে এআই সফটওয়্যার ক্যাটাগরিতে মোট ব্যয়ের ৪৭ শতাংশ ছিল এআই অ্যাপ্লিকেশনসে। তারপর এআই সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার সফটওয়্যারে ব্যয় হয়েছে ৩৫ শতাংশ। প্রবৃদ্ধির দিক থেকে আগামী পাঁচ বছরে এআই প্লাটফর্মসে সিএজিআর থাকবে সর্বোচ্চ ৩৪ দশমিক ৬ শতাংশ। শ্লথগতির সেগমেন্ট হিসেবে থাকবে এআই সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার সফটওয়্যার। আগামী পাঁচ বছরে এ সেগমেন্টের সিএজিআর থাকবে ১৪ দশমিক ১ শতাংশ।
    এআই সার্ভিসেস ক্যাটাগরিতে ২০২১ সালের প্রথমার্ধে সর্বোচ্চ ২০ দশমিক ৪ শতাংশ বছরওয়ারি প্রবৃদ্ধি দেখেছে এআই আইটি সার্ভিসেস। এতে বৈশ্বিক ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ৮৪০ কোটি ডলার। ২০২২ সালে এ খাতে ব্যয় ২২ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। আইডিসির পূর্বাভাস, এআই বিজনেস সার্ভিসেস খাতে পরবর্তী পাঁচ বছরের সিএজিআর থাকবে ২১ দশমিক ৯ শতাংশ। ২০২৫ সালের মধ্যে এআই সার্ভিসেস ক্যাটাগরিতে ব্যয় দাঁড়াবে ৫ হাজার ২৬০ কোটি ডলার।
    ২০২১ সালের প্রথমার্ধে এআই হার্ডওয়্যার ক্যাটাগরির বাজার হিস্যা বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। ২০২২ সালে এ সেগমেন্টের বাজার হিস্যা ৫ শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাস আইডিসির। তাতে এ সেগমেন্টে বছরওয়ারি প্রবৃদ্ধি হবে ২৪ দশমিক ৯ শতাংশ। গত বছরের প্রথমার্ধে এআই সার্ভারের চেয়ে এআই স্টোরেজ শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে ২০২২ সালে ভিন্ন চিত্র দেখা যাবে; এআই সার্ভারে প্রবৃদ্ধি হবে ২৬ দশমিক ১ শতাংশ এবং এআই স্টোরেজের প্রবৃদ্ধি হবে ১৯ দশমিক ৭ শতাংশ। এআই হার্ডওয়্যার ক্যাটাগরিতে মোট ব্যয়ের ৮০ শতাংশ যাবে এআই সার্ভারে।
    গবেষক পিটার রাটেন জানান, তিনটি এআই সেগমেন্টের মধ্যে এআই হার্ডওয়্যারে ব্যয় হচ্ছে সর্বনিম্ন।
    অ্যানালিটিকস অ্যান্ড ইন্টেলিজেন্ট অটোমেশন সার্ভিসেসের রিসার্চ ম্যানেজার জেনিফার হামেল বলেন, আইটি খাতে বিনিয়োগে প্রধান চালকের ভূমিকায় ছিল এআই। প্রতিষ্ঠানে এআই সলিউশনস সংযুক্ত করার ক্ষেত্রে গ্রাহক চাহিদা বৃদ্ধি পেয়েছে।