যশোরে ইজিবাইকের ধাক্কায়শিশু নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ইজিবাইকের ধাক্কায় জিম (৯) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে। নিহত জিম ওই এলাকার মো. স্বপনের মেয়ে। সে এ সময় ইজিবাইকে উঠতে যাচ্ছিল, পিছন থেকে অন্য একটি ইজিবাইক ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তার স্বজনরা তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিমের মা, সালমা বেগম জানিয়েছেন, বিকেলে তারা শহরে বের হচ্ছিলেন। এ সময় একটি ইজিবাইক তাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।