ভেড়ামারায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে সিদ্দিকুর রহমান (৫০) নামের এক আ’লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আরো তিন জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। নিহত সিদ্দিকুর রহমান স্থানীয় মৃত ওমর আলীর ছেলে। তিনি চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক। আহতদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম-চরপাড়া মাঠে এ ঘটনা ঘটে। চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন জানান, উক্ত এলাকায় মন্ডল এবং মালিথা এই দুই গ্রুপের বংশীয় দ্বন্দ্ব প্রায় ৬০ বছরের। মাঝে মাঝেই এদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল (বৃহস্পতিবার) মাছ ধরাকে কেন্দ্র করে আবারো দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এই দুই গ্রুপ। গতকাল সন্ধ্যায় মালিথা গ্রুপের একজনকে মারধর করে মন্ডল গ্রুপের কয়েকজন। এ ঘটনার জের ধরে আজ (শুক্রবার) সকালে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চেয়ারম্যান জানান, বংশীয় প্রভাব বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, সকালে আধিপত্য বিস্তারকে নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ সিদ্দিকুর রহমান নামের একজন মারা যান। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।