অপেক্ষায় ন্যান্‌সি

0

লোকসমাজ ডেস্ক॥ জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততা যাচ্ছে তার সংসার নিয়েও। এরইমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা জয় করে ক’দিন আগে স্বাভাবিক জীবনে ফিরেছেন এ তারকা। সব মিলিয়ে কেমন আছেন এখন? ন্যান্‌সি বলেন, বেশ ভালো আছি। তবে দুর্বলতাটা আছে এখনো। ধীরে ধীরে হয়তো ঠিক হয়ে যাবে।
এদিকে গত বছর আগস্টে গীতিকবি মহসীন মেহেদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ন্যান্‌সি। এরইমধ্যে তাদের ঘরে নতুন সদস্য আসার সুখবরও দিয়েছেন এ গায়িকা। অপেক্ষমাণ এই সময়টা ন্যান্‌সি বলেন, মা হতে যাওয়ার অনুভূতি কখনো পুরনো হয় না। এই অনুভূতি সব সময়ই নতুন। এবারো তেমনটাই হচ্ছে। অন্যরকম সময় পার করছি। আমার স্বামী মেহেদী ও বড় মেয়ে রোদেলা খুব খেয়াল রাখছে আমার। মধ্যে করোনা আক্রান্ত হয়েছিলাম এই অবস্থায়। একটু ভয়ে ছিলাম, চিন্তায় ছিলাম। তবে আল্লাহর রহমতে ভালো আছি এখন। গানের অবস্থা প্রসঙ্গে ন্যান্‌সি বলেন, করোনা আক্রান্ত হওয়ার আগে কয়েকটি নতুন গান গেয়েছি। এরমধ্যে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবিতে গান গাইলাম। গানটির সুর ও সংগীত ইমরানের করা। আমার সঙ্গে গেয়েছেও ইমরান। ভালো একটি গান হয়েছে। এ ছাড়া বাংলাদেশ লাং ফাউন্ডেশনের থিম সং গাইলাম শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদের সঙ্গে। এর সুর ও সংগীতও ওনার। এর বাইরে কয়েকটি নতুন গান করেছি, যেগুলো সামনে প্রকাশ হবে। এ গায়িকা যোগ করে বলেন, এখন শো আয়োজন কমেছে করোনা পরিস্থিতির অবনতির কারণে। আমি ডিসেম্বর-জানুয়ারিতে বেশকিছু শো করেছি। তবে শো এখন বরাবরের মতো বেছে বেছে করছি। মিউজিক ইন্ডাস্ট্রির এখনকার অবস্থা প্রসঙ্গে ন্যান্‌সি বলেন, করোনার কারণে আসলে কোনোকিছুই স্বাভাবিক নেই। গানেরও একই অবস্থা। শো কমেছে, নতুন গানের সংখ্যাও কমেছে ইন্ডাস্ট্রির। তার মধ্যেও কিছু ভালো কাজ হয়েছে। এটা ইতিবাচক ঘটনা। করোনা পরিস্থিতির উন্নতি হলে অবস্থা ভালো হবে বলেই আমার মনে হচ্ছে।