বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ প্রদর্শনী

0

লোকসমাজ ডেস্ক ॥ ‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই শ্লোগানে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী। আমাদের লোকসমাজ সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
স্টাফ রিপোর্টার জানান, যশোরের বাঘারপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী হয়েছে। বুধবার সকাল ১০ টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে ৩০টি প্রাণীর প্রদর্শনী স্টল বসানো হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলে রাব্বী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা পলাশ বালা, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিমুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভা মল্লিক, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শিমুল হোসেন প্রমুখ।
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় বুধবার দিনব্যাপী প্রাণিস¤পদ প্রদর্শনী হয়েছে। উপজেলা প্রাণিস¤পদ কার্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ৩৭টি স্টল দেন ফার্মমালিক ও প্রাণিস¤পদের সুবিধাভোগীরা। প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, হাঁস-মুরগি, গাড়ল, ভেড়াসহ বিভিন্ন প্রাণীর স্টল দেয়া হয়। পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা কৃষিবিদ প্রভাষ চন্দ্র গোস্বামী। প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিন। বিশেষ ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাতিবিলা ইউপির সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম মিয়া, যুগ্ম সাধারণ স¤পাদক এসএম সাইফুর রহমান বাবুল, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর আনিছুর রহমান প্রমুখ।
নড়াইল অফিস জানায়, নড়াইলে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহযোগিতায় সদর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডা. এ.এস.এম আতিকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জিল্লুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ সরকারি কর্মকর্তা ও খামারীরা উপস্থিত ছিলেন।


ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের ঝিকরগাছা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি)’র সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্তরে প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই প্রদর্শনী হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জি এম আব্দুল কুদ্দুস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশীদ প্রমুখ। এদিকে বিকেলে সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিন প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ঘুরে দেখেন।

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) জানান, অভয়নগরে বুধবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে’র স্বাগত বক্তব্যের পর খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এএসএম সামছুর মনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, বুধবার মহেশপুর প্রাণিসম্পদ অফিস চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী আনিসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিবুর রহমান, মহেশপুর থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু প্রমুখ। উপস্থিত ছিলেন, পশু ফার্মের মালিক পান্নু মিয়া, শেখ হোসেনসহ অনেকে।
চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী হয়েছে। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের সহযোগিতায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, খামারী জহির রায়হান ও দোয়াল্লিন মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৪০ জন খামারী তাদের পালিত পশুপাখি স্টলের মাধ্যমে প্রদর্শন করেন।
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদাতা জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরেনারী হাসপাতালের আয়োজনে বুধবার উপজেলা প্রাণিসম্পদ প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ ই আলম বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচএম শহিদুল ইসলাম প্রমুখ। এসময় প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ মো. জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে বুধবার সকালে প্রাণিসম্পদ মেলা হয়েছে। ‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন-প্রাণিসম্পদের আয়োজন’ এই শ্লোগানকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী। বিকেলে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার (ট্রেনিং) ডা. ওয়াহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক।
ফুলতলা (খুলনা) অফিস জানায়, ফুলতলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ভেটেরিনারি হাসপাতাল চত্তরে প্রাণিসম্পদ প্রদর্শনী হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুমাইয়া ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. অরুন কান্তি মন্ডল। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় উপ-পরিচালক এবিএম জাকির হোসেন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. আইয়ুব আলী, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. সুষেন হালদার ও জেলা বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, খাদ্য পরিদর্শক পল্লব ঘোষ, বীজ কর্মকতা মো. আনোয়ার হোসেন, খামারী রিপন কুন্ডু প্রমুখ।