মোংলায় চুরি করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় চুরি করতে গিয়ে নিরাপত্তা কর্মীদের তাড়া খেয়ে পশুর নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পশুর নদীর বিদ্যার বাহন-শেলাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মোংলা থানা পুলিশের ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মোংলার বুড়িরডাঙ্গা ও রামপালের রাজনগর ইউনিয়নের মাঝামাঝি এলাকার জমির ওপর নির্মিত ওরিয়ন গ্রুপের সৌর বিদ্যুৎ প্রকল্পে রাজনগরের চার ব্যক্তি ১১ ফেব্রুয়ারি চুরির উদ্দেশ্য যায়। সেখানকার নিরাপত্তা কর্মীরা তাদেরকে প্রকল্পের মধ্যে দেখতে পেয়ে ধাওয়া করেন। তাদের ধাওয়া খেয়ে ওই চোরেরা দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় তিনজন নিরাপদে সরে যেতে পারলেও ভয়ে একজন পশুর নদীতে ঝাপ দেয় এবং নিখোঁজ হয় ওই ব্যক্তি। নিখোঁজের চার দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় পশুর নদীর শেলাবুনিয়া এলাকা দিয়ে স্রোতে লাশটি ভেসে যেতে দেখে স্থানীয়রা সেটিকে ঠেলে চরে আটকিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মোংলা থানার পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু দায়েরের পর বুধবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। উদ্ধার হওয়া লাশটি হলো মোংলার পাশ্ববর্তী উপজেলা রামপালের রাজনগর ইউনিয়নের কালেখারবেড় এলাকার সেকেন্দার মুন্সীর ছেলে আহাদ মুন্সী (২২)’র। সে পেশায় ভ্যানচালক ছিল।