কোটচাঁদপুরে আলোচিত রেজাউল ডাকাতির অভিযোগে আটক

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহ কোটচাঁদপুরের কুখ্যাত সন্ত্রাসী রেজাউল পাঠান ওরফে রেজাউল দালালকে কোটচাঁদপুর থানার পুলিশ আটক করেছে। তাকে একটি ডাকাতি মামলায় আটক করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে পাঁচদিনের রিমা- চেয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক রেজাউল দালাল কোটচাঁদপুর আখ সেণ্টার পাড়ার মৃত মমিন পাঠানের ছেলে।
কোটচাঁদপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইমরান আলম জানান, বেশ কিছুদিন আগে সংঘটিত একটি ডাকাতি মামলার আসামি রেজাউল পাঠান। এ মামলার তিনিই তদন্তকারী অফিসার। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে আখ সেন্টার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে র‌্যাব সদস্যরা সন্ত্রাসী রেজাউল দালালের কোটচাঁদপুর উপজেলা সদরের আখ সেন্টার পাড়ার বাসা থেকে ১টি বিদেশি পিস্তল, ৪০ রাউ- গুলি, চাইনিচ কুড়াল, ধারালো হাসুয়া, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, লক্ষাধিক টাকা ও পুলিশের পোশাকসহ তাকে আটক করেছিলেন। এসময় তার দুই সহযোগীও আটক হয়।