যশোরে আকিজ মোটরস-এর গাড়ি প্রদর্শনী উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আকিজ মোটরস-এর তিন দিনব্যাপী গাড়ি প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।  গতকাল যশোর শহরের শেখহাটি ঢাকা রোড ব্রিজ সংলগ্ন কার্যালয়ে চায়নার সব থেকে জনপ্রিয় সিনো ব্রান্ডের গাড়ি প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ, আকিজ মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিন, কোম্পানির ডাইরেক্টর অপারেশন খন্দকার সাহিন আহমেদ তপন, ডাইরেক্টর বিজনেস ডেভলপমেন্ট সাইফুল আলম জামিল, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, শ্রমিক নেতা আলমগীর সিদ্দিকী আলম, মিজানুর রহমান মিজান, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ হযরত আলীসহ কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীগণ তিন দিনব্যাপী এই প্রর্দশনী (মেলা) চলবে।