ইন্দোনেশিয়ায় বাংলাদেশের আরো ২ পদক

0

স্পোর্টস ডেস্ক॥ ইন্দোনেশিয়ায় চলমান আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ) গ্রাঁ প্রি টুর্নামেন্টে আরো দুটি পদক জিতেছে বাংলাদেশের শুটাররা।আগের দুই দিনের মতো শনিবারও রাইফেল ইভেন্ট থেকে সাফল্য পেয়েছে বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেলে ছেলেদের দলগত ইভেন্টে রুপা জয়ের পাশাপাশি মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতে বাংলাদেশ। ছেলেদের দলগত ইভেন্টে সোনা জয়ের ভালো সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত পারেননি শোভন চৌধুরী, রাব্বি হাসান ও ইউসুফ আলীকে নিয়ে গড়া বাংলাদেশ দল। ফাইনালে তারা হারে সিঙ্গাপুরের বিপক্ষে। সিঙ্গাপুরের গাই তিয়ানুরি, লিওনেল জেং জই ওং এবং লিয়েতন মারাত ভেলোসো মিলে স্কোর করেন ১৬। বাংলাদেশের শুটাররা করেছেন ১৪ পয়েন্ট। মেয়েদের বিভাগে নাফিসা তাবাস্সুম, সৈয়দা আতকিয়া হাসান দিশা ও সাজিদা হককে নিয়ে গড়া দল ব্রোঞ্জ জিতে। এর আগে আসরের প্রথম দিন ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের এককে ব্রোঞ্জ জিতেছিলেন নাফিসা। এরপর ইউসুফ আলীর সঙ্গে জুটি গড়ে মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জেতেন নাফিসা। ব্যক্তিগত ও দলগত মিলে তিনটি পদক জেতা হয়ে গেলে নাফিসার।