ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট: রাজশাহী ও সিলেট বিভাগের ম্যাচ ড্র

0

স্পোর্টস রিপোর্টার ॥ ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার রাজশাহী বনাম সিলেট বিভাগের দুই দিনের ম্যাচ ড্র হয়েছে। খেলাটি যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। গতকাল রোববার দুই দিনের ক্রিকেট ম্যাচের শেষ দিন রাজশাহী বিভাগ আগের দিনের ৩৫ ওভার ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করা ১১২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে। এদিন তারা ৫৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে প্রথম ইনিংসে ৯০ ওভার ব্যাটিং শেষে সবকটি উইকেটের বিনিময় তাদের সংগ্রহ দাঁড়ায় ২৬৯ রান। আগেরদিনের ৪১ রানে অপরাজিত আহসান আল মামুন এদিন শতক পূর্ণ করেন। তিনি ২৩৫টি বল খেলে ১২টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি সাহায্যে ১১৬ রান সংগ্রহ করেন। ৫৩ রান করে অপরাজিত অপর ব্যাটসম্যান আহমেদ সালেহীন এদিন ৩১ রান সংগ্রহ করে সাজঘরে ফেরেন। তার ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৮৪ রান। তিনি ১৬৬টি বল খেলে ১৪টি বাউন্ডারির সাহায্যে এই রান সংগ্রহ করেন। বল হাতে সিলেট বিভাগের ছোটন মিয়া আগেরদিনের ৩টিসহ মোট ৮ উইকেট লাভ করেন। সিলেট বিভাগ দ্বিতীয় ইনিংসসে ব্যাট করতে নেমে ৩০৯ ওভার ব্যাটিং শেষে ৪ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে। এরই সাথে নির্ধারিত দুই দিনের ম্যাচটি শেষ হয়। দলের পক্ষে ব্যাট হাতে আলী সানি ২৯ রানে অপরাজিত থাকেন। বল হাতে রাজশাহী বিভাগের ফেরদৌস হোসেন ৩টি এবং ইয়াকুব আলী আকন্দ ১টি উইকেট লাভ করেন। ম্যাচ ড্র করে ও রাজশাহী বিভাগ পয়েন্ট তালিকায় এগিয়ে রয়েছে। তারা ১৬ এবং প্রতিপক্ষ সিলেট বিভাগ ৮ পয়েন্ট লাভ করে।