মহানবী স. এর অবমাননার প্রতিবাদে চৌগাছায় মানববন্ধন

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ মহানবী হযরত মুহম্মদ স. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চৌগাছায় মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ভাস্কর্য মোড়ে ঘন্টাব্যাপী তারা এ মানববন্ধন করেন। মাবনবন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর যশোর জেলা শাখার সভাপতি প্রভাষক আবুল কালাম, চৌগাছা উপজেলা সাধারণ সম্পাদক হাজী আব্দুর রশিদ মৃধা, যশোর জেলা তালিমি সম্পাদক কামরুজ্জামান, মাও, ইব্রাহীম খলিল, মাস্টার আব্দুল আলীম, হাজী নজরুল ইসলাম, হাজী মতিউর রহমান, সাবেক মেম্বার আব্দুল হামিদ ও মাস্টার আবুল কাশেম প্রমুখ। এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, রাসুল স. আমাদের কলিজার টুকরা। হযরত মুহম্মদ স. এর কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।