কুয়েট জাতি গঠনে বৈপ্লবিক ভূমিকা পালন করবে : ডা. দীপু মনি

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রকৌশল শিক্ষার বিকাশ, মাননিয়ন্ত্রণ, উচ্চতর প্রকৌশল শিক্ষা ও গবেষণার মাধ্যমে কুয়েট দেশ ও দেশের বাইরে স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম হিসেবে নিজের স্থান করে নিয়েছে। তথ্য প্রযুক্তির আধুনিক ব্যবহার ঘটিয়ে কুয়েট একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজ গর্ব অক্ষুণœ রেখে সমৃদ্ধ জাতি গঠনে বৈপ্লবিক ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।’ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে ‘আইসিসিইএসডি ২০২২’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধনে (অনলাইনে যুক্ত থেকে) তিনি এ সব কথা বলেন। ১০-১২, ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ৬ষ্ঠ ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’(আইসিসিইএসডি ২০২২) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন (অনলাইনে যুক্ত থেকে) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ। সম্মেলনে প্রায় ৩০০ প্রতিথযশা গবেষক, শিক্ষক, স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহণ করছেন। বিজ্ঞপ্তি