মাদক বিক্রির প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে জখম

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিক্রির প্রতিবাদ করায় একই পরিবারের ৩ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামে।
মামলার বাদী আহত ব্যবসায়ী খন্দকার হুমায়ন কবির স্বপন জানান, তার বাড়ির পাশে একই গ্রামের মামুন হোসেন, আলামিন, আসলাম, মনি, মাস্তাক আহম্মেদ, সোহান, ইমন হোসেন, আক্তার হোসেন, নাঈম প্রকাশ্যে মাদকদ্রব্য বেচাকেনা করে। তারা সন্ত্রাসী প্রকৃতির। তিনি এই মাদক বেচাকেনার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তার ছেলে খন্দকার মনির হোসেন মুন্নাকে (১৬) পিটিয়ে জখম করে। এসময় ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তারা হুমায়ন কবির স্বপন (৪২) ও মৗসুমি বেগম (৩২) কে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এসময় সন্ত্রাসীরা গৃহবধূ মৌসুমি বেগমের সোনার চেইন ছিনিয়ে নেয় এবং শ্লীলতাহানি ঘটায়। এ ব্যাপারে কলারোয়া থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হুমায়ন কবির স্বপন। কলারোয়া থানা থানা পুলিশের ওসি নাছির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।