অভয়নগর থানা পুলিশের ওপেন হাউজ ডে

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় অভয়নগর থানা প্রাঙ্গনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর থানা পুলিশের ওসি একেএম শামীম হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) মুকিত সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া সার সিমেন্ট ও খাদ্যশষ্য সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের মানুষ উন্মুক্ত আলোচনায় অংশ নেন। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিরাজমান নানা সমস্যা সমাধানের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশের এসআই উজ্জ্বল হোসেন।