যশোর জেলা ফুটবল রেফারি আ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার এবং সংগঠনের সভাপতি প্রলয় কুমার জোয়ার্দ্দার সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইয়াকুব কবির, সাধারণ সম্পাদক নিবাস হালদার, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন, দফতর সম্পাদক সালাউদ্দিন দিলু, কোষাধ্যক্ষ সোহেল আল মামুন নিশাদ প্রমুখ। মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার সংগঠনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মাঝে ব্লেজার বিতরণ করেন।