রেললাইন নির্মাণের দাবিতে ঢাকাস্থ মনিরামপুর সমিতির স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের বসুন্দিয়া থেকে মনিরামপুর, কেশবপুর হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকাস্থ মনিরামপুর সমিতির পক্ষ থেকে সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ঢাকাস্থ বাসভবনে প্রতিমন্ত্রীর হাতে স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর সমিতি ঢাকার সভাপতি শিল্পপতি ইকবাল কবির মোল্যা, সাধারণ সম্পাদক আবদুর রউফ, সহসভাপতি বাহারুল ইসলাম, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, মঞ্জু প্রমুখ। সমিতির সাধারণ সম্পাদক আবদুর রউফ জানান, স্মারকলিপি প্রদানের পর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আশ^স্ত করেন মনিরামপুর হয়ে রেললাইন নির্মানে সব ধরনের পদক্ষেপ তিনি গ্রহন করেছেন।