সুখবর দিলেন কাইলি

0

লোকসমাজ ডেস্ক॥ জনপ্রিয় মার্কিন মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনার সুখবর দিলেন। রোববার দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সুখবর নিজেই জানিয়েছেন কাইলি।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন কাইলি জেনার, যেখানে নবজাতকের আদুরে হাত স্পর্শ করে আছেন কাইলি। ক্যাপশনে নীলরঙা হৃদয়ের ইমোজি দিয়ে বিশেষ দিনটি লিখেছেন এভাবে ২/২/২২। গত বছর ২৪ বছর বয়সী উদ্যোক্তা কাইলি জেনার বলেছিলেন, বাবা হতে চলেছেন তার প্রেমিক সংগীতশিল্পী ট্র্যাভিস স্কট। এ যুগলের ঘরে রয়েছে ৪ বছরের কন্যাসন্তান স্টর্মি ওয়েবস্টার। ফ্যাশন জগতের অন্যতম রানী কাইলি জেনার ও তার বোন কিম কার্দাশিয়ান। কাইলি জেনার অন্তর্জালে খুব জনপ্রিয়।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার অনুসারীর সংখ্যা ৩০৯ মিলিয়ন। এদিকে কাইলির এই সুখবরে তার ভক্তরা তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। এদিকে কাইলি দ্রুতই কাজে ফিরবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রথম সন্তান জন্মের পর দ্রুত ফিরেছিলাম কাজে। এবারো সেটাই ইচ্ছে। প্রেগন্যান্সির শুরু থেকেই আমি ডায়েটে আছি। কিছুদিন পরই জিমে যাওয়ার ইচ্ছে রয়েছে। আশা করছি দ্রুতই কাজে ফিরতে পারবো। ভক্তদের উদ্দেশ্যে কাইলি বলেন, সবাই আমার জন্য শুভকামনা করবেন। আমাদের সন্তানের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় আমি আজকের কাইলি। সারা জীবন এই ভালোবাসাটা চাই।