রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণহানি বাড়ছে পল্লী বিদ্যুতের তার সরিয়ে নেওয়ার দাবি

0

ওসমান গণি. রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিভিন্ন বাড়ির ওপর দিয়ে এবং পাশ দিয়ে টানা পল্লী বিদ্য্যুতের তারে স্পৃষ্ট হয়ে অঙ্গহানি ও প্রাণহানির ঘটনা ঘটছে। এলাকাবাসী এসব ঝুঁকিপূর্ণ টানা তার অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।
জানা যায়, রাজগঞ্জে বিভিন্ন বাড়ির কাছ দিয়ে টানা পল্লী বিদ্যুতের তার সরানো হয় না। এসব বাড়ির ওপর দিয়ে যাওয়া ৩৩হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে দুর্ঘটনা আতঙ্কে রয়েছেন অসংখ্য মানুষ। সূত্র মতে, গত ১ ফেব্রুয়ারি বিকেলে রাজগঞ্জ চৌরাস্তা মোড়ে রুপ টাওয়ার নামের একটি বহুতল বাড়ির গা ঘেঁষে যাওয়া পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আলেয়া বেগম (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২০২০সালে রাজগঞ্জ সোনালী ব্যাংকের আনসার সদস্য শামীম হোসেন (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার এক হাত কেটে ফেলতে হয়। ঝাঁপা ইউনিয়নের হানুয়ার কলেজপাড়া গ্রামে নির্মাণ শ্রমিক হোসেন আলী ভক্ত মাস্টারের নির্মীয়মাণ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাত নষ্ট হয়ে যায়। এর প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে আবুল খায়ের গত ৬ ফেব্রুয়ারি রাজগঞ্জ পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস বরাবর গণস্বাক্ষরসহ লিখিত আবেদন করেছেন।