খুবির ডাইনিংয়ে ভাত খেয়ে বিল দিলেন ভিসি

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ আকস্মিকভাবে খুলনা বিশ^বিদ্যালয়ের (খুবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসেন উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মাহমুদ হোসনে। সোমবার তিনি হলের ডাইনিং রুম পরিদর্শন করেন এবং রান্না খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এরপর তিনি শিক্ষার্থীদের সাথে বসে ডাইনিংয়ে ভাত, সবজি, মুরগির মাংস ও ডাল খান। খাবার শেষে নির্ধারিত মূল্য বাবদ ২৭ টাকা নিজ পকেট থেকে পরিশোধ করেন। এ সময় তিনি হলের ডাইনিং পরিচালনাকারী শিক্ষার্থীদের ডেকে কথা বলেন। খাবারের মান যেনো সবসময় সন্তোষজনক থাকে সে বিষয়ে নির্দেশনা দেন। পরে উপাচার্য খান বাহাদুর আহছানউল্লা হল পরিদর্শন করেন। তিনি রান্নাঘর, ডাইনিং ও ক্যান্টিন ঘুরে দেখেন। উপাচার্য হলের খোঁজ-খবর নেন এবং যথাশীঘ্র সম্ভব নতুন রান্নাঘর তৈরির পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। হল পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সালমা বেগম, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. ইকবাল হোসেন, উভয় হলের সহকারী প্রভোস্টবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।