খুলনায় বিএনপি নেতা বকুলের শীতবস্ত্র বিতরণ

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। রবিবার দুপুরে অষ্টম দিনের মতো খুলনা মহানগরীর খালিশপুর থানার ১২নং ওয়ার্ডের বায়তুল ফালাহ ঈদগাহ প্রাঙ্গণে দেড় শতাধিক অসহায়, ছিন্নমূল ও বাস্তহারা পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি স ম আব্দুর রহমান। এনিয়ে তার নির্বাচনী আসনে প্রায় এক হাজার ২শ কম্বল বিতরণ করা হলো। শীতবস্ত্র বিতরণের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, অসুস্থ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ শারীরিক সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। ১২নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খোদাবক্স কোরাইশী কাল্লুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকনের সঞ্চালনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, আবুল কালাম জিয়া, শেখ সাদী, বিপ্লবুর রহমান কুদ্দুস, জাহিদুল হোসেন, জাহিদুর রহমান রিপন, হেমায়েত উদ্দীন, আলতাফ হোসেন, রফিকুল ইসলাম, মুজিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন লাবু, এস এম সাইফুল ইসলাম প্রমুখ।