ঝিকরগাছায় দোকানে চুরি

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার সাদিপুর বকুলতলা বাজারে গনেশ স্টোরে চুরি হয়েছে। চোরেরা নগদ দু’লাখ টাকাসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে। দোকানের মালিক উত্তম কুমার মন্ডল জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করে কর্মচারীসহ তিনি বাড়িতে যান। সকালে দোকান খুলতে এসে দেখেন তালা ভেঙ্গে দোকানে চুরি হয়েছে। খবর পেয়ে সকালে শিত্তরদাহ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।