মিমির হাওয়া বদল

0

লোকসমাজ ডেস্ক॥ এমনিতেই বেড়াতে বেশ ভালোবাসেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। এবার করোনার বিধিনিষেধ শিথিল হওয়াতেই বেরিয়ে পড়লেন তিনি। এই মুহূর্তে নর্থ সিকিমের কোনো গ্রামে ছুটি কাটাচ্ছেন মিমি চক্রবর্তী।
হাতে লাঠি, চোখে চশমা, বরফ ঘেরা পাহাড়ে ট্রেক করছেন নায়িকা।
কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হন মিমি চক্রবর্তী। এক পা বাড়ি থেকে না বেরিয়েও কোভিড পজেটিভ হন যাদবপুরের সংসদ সদস্য। এবার করোনামুক্ত হয়েই হাওয়া বদলে বেরিয়ে পড়লেন অভিনেত্রী।
পাহাড় থেকে মিমির এই ছবি দেখে তারকা সংসদ সদস্যকে তার ভক্তরা প্রশ্ন করে বসেন, মিমির এই ট্রিপে সঙ্গী কে? তবে এ বিষয়ে নায়িকা অবশ্য তেমন কোনো পাল্টা মন্তব্য করেননি। চোখে রোদ চশমা, গাঢ় বেগুনি রঙের জ্যাকেট, গোলাপী সোয়েটার, হাতে গ্লাভস পনিটলে নজর কেড়েছেন মিমি।
এদিকে করোনা পজেটিভ হবার আগেই মিমি শেষ করছেন ‘মিনি’ ছবির শুটিং। এ ছাড়াও মুক্তি পাওয়ার কথা রয়েছে মিমি ও অর্জুন চক্রবর্তী অভিনীত ‘খেলা যখন’। এ ছাড়াও বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে মিমির হাতে।
নিজের কাজ প্রসঙ্গে মিমি বলেন, বেশ কয়েকটি ছবির কাজ আছে হাতে। করোনা পজেটিভ হওয়ায় সেগুলোর কাজ করতে পারিনি। এখন ভারতের করোনা পরিস্থিতিও খারাপ। তাই আরও কিছুদিন পরে নতুন ছবির শুটিং করতে চাই। আপাতত নিজেকে ও পরিবারকে সময় দিতে চাই। মিমি আরও বলেন, সবাই সচেতন থাকবেন প্লিজ। কারণ করোনা পরিস্থিতি মোটেও ভালো নয়।
এই সময় নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভাবুন। দেশের কথা ভাবুন। এটা আমার একান্ত অনুরোধ। কাজ ছাড়া না বের হওয়াই ভালো। আর বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে ভুলবেন না। স্যানিটাইজার সঙ্গে রাখুন। সচেতনতার বিকল্প নেই।