বেইজিংয়ে দেড় বছরের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ

0

লোকসমাজ ডেস্ক॥ চীনের রাজধানী বেইজিংয়ে রোববার নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দেড় বছরের মধ্যে একদিনে এটি সর্বোচ্চ সংক্রমণ।
এমন সময় সংক্রমণ বৃদ্ধি শুরু হলো যখন বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের সময় ঘনিয়ে আসছে। এছাড়া ফেব্রুয়ারিতেই চীনে শুরু হবে নতুন চান্দ্রবর্ষ। নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা চীনারা আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাতের জন্য দেশে ফিরতে শুরু করবে। এই পরিস্থিতে সংক্রমণের হার নিয়ন্ত্রণ করা বেইজিংয়ের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, রোববার বেইজিংয়ে ২০ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। ২০২০ সালের জুনের পর এক দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ।
সংক্রমণ ঠেকাতে নগর কর্তৃপক্ষ ইতোমধ্যে বেশ কয়েকটি বাড়ি পুরোপুরি লকডাউনের আওতায় নিয়ে এসেছে। বেইজংয়ের ফেনতাই জেলাতে অধিকাংশ আক্রান্ত শনাক্ত হওয়ায় ওই জেলার প্রায় ২০ বাসিন্দার শনাক্ত পরীক্ষা শুরু করেছেন কর্মকর্তারা।