এক যুগ ভেবে জয়াতে ভরসা সুমনের

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতীয় বাংলা সিনেমার পরিচালক সুমন মুখার্জি। ২০০৮ সালে পরিকল্পনা শুরু করেন মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণের। বড় বাজেট, দক্ষ অভিনয়শিল্পী—এসব জটিলতা কাটিয়ে উঠতে কেটে গেছে দীর্ঘ এক যুগের বেশি সময়। অবশেষে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। আর এর প্রধান নারী চরিত্রের জন্য ভরসা করেছেন জয়া আহসানের উপর।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে সুমন মুখার্জি বলেন—‘এই চলচ্চিত্রের জন্য দুটো জিনিস খুব জরুরি ছিল। এক. দক্ষ অভিনেতা। দুই. বড় বাজেট। এখন ভালো অভিনেতা নির্বাচনের পাশাপাশি বিপণনের দিকটাও মাথায় রাখতে হয়। জয়া, আবীর, পরম সেই ব্যালেন্সটা করতে পারবে। প্রযোজক সমীরণ বাজেটের বিষয়ে আমাকে নির্ভার করেছেন। চলচ্চিত্রটির শুটিং শিডিউল ২৫ দিনের; যা বাংলা চলচ্চিত্রে এখন দেখা যায় না।’
সুমন মুখার্জির বাবা অরুণ মুখার্জি ‘পুতুলনাচের ইতিকথা’ মঞ্চস্থ করেছিলেন। সেই নাট্যরূপ সুমনের এই চলচ্চিত্র নির্মাণের প্রথম অনুপ্রেরণা। চলচ্চিত্রের গল্পে স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করবেন সুমন। তিরিশের দশকের শেষ থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত। বিষয়টি স্মরণ করে সুমন মুখার্জি বলেন, ‘মূল উপন্যাসে সময়টা আরো পেছনে ছিল, আমি খানিকটা এগিয়ে এনেছি। তা ছাড়া উপন্যাসের সব কিছু চলচ্চিত্রে ধরানো সম্ভব নয়। দুটো মাধ্যমের চলন আলাদা। আমি চারিত্রিক রসায়নের উপরে বেশি জোর দিয়েছি।’
চলচ্চিত্রটিতে উপন্যাসের শশী চরিত্রে দেখা যাবে আবীর চ্যাটার্জিকে। জয়াকে দেখা যাবে কুসুমের ভূমিকায়। কুমুদের চরিত্রটি করছেন পরমব্রত। চলচ্চিত্রটিতে শশীর অংশ বেশি গুরুত্ব পাচ্ছে। এ বিষয়ে সুমন বলেন, ‘আমার মতে, মানিকবাবুর সৃষ্টির মধ্যে শশী অসম্ভব জোরালো একটা চরিত্র।’