ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ দুই জন নিহত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুর ও কালীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী ও এক গৃহবধু নিহত হয়েছেন। নিহতরা হলেন মহেশপুরের স্বরুপপুর ইউনিয়নের কুশাডাংগা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মর্জিনা বেগম (৬৫) ও কালীগঞ্জের মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু তপন কুমার সাহা ও মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপ্রা সাহা দম্পত্তির বড় মেয়ে অন্বেষা সাহা (১৪)। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যার দিকে জিন্নাহনগর দত্তনগর সড়কের কুশাডাংগা নামক স্থানে মর্জিনা বেগম রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। অন্যদিকে কালীগঞ্জ থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকালে ইজিবাইক থেকে পড়ে গুরুরত আহত হন অন্বেষা সাহা। তাকে যশোর থেকে ঢাকার সেন্ট্রাল হসপিটালে ভর্তি করা হলে শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন। অন্বেষার মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।