আজ যশোর ইনস্টিটিউটে কবি আজিজুল হক কবিতা উৎসব

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ইন্সস্টিটিউটের আলমগীর সিদ্দিকী হলে আজ কবি আজীজুল হক কবিতা উৎসব। এ উপলক্ষে গতকাল বিকেলে ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির ইস্যু বিভাগে এক সংবাদ সম্মেলন করা হয়। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও ইনস্টিটিউটের পাবলিক লাইব্রেরি বিভাগের সম্পাদক এস নিয়াজ মোহাম্মদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী কবিতা উৎসব শুরু হবে সকাল ১০টায়। প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে যশোরসহ পার্শ্ববর্তী জেলার নির্বাচিত কবিরা অংশগ্রহণ করবেন। বৃহৎ পরিসরে টাউনহল ময়দানে কবিতা উৎসব করার আশক্সক্ষা থাকলেও করোনার বিধি নিষেধ আলমগীর সিদ্দিকী হল অভ্যন্তরে উৎসব হবে। অবস্থার পরিবর্তন হলে আগামীতে এ জাতীয় অনুষ্ঠান নিয়মিত করার পরিকল্পনা রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীতে যশোরের কৃতি সন্তান মোহাম্মদ মনিরুজ্জামান অধ্যাপক শরীফ হোসেন, রায়বাহাদুর যদুনাথ মজুমদার স্মরণেও অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। ভবিষ্যতে কবি আজিজুল হক কবিতা উৎসব যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির নিয়মিত ইস্যু করারও ইচ্ছে রয়েছে। দিনব্যাপী কবিতা উৎসবে কয়েকটি পর্ব রয়েছে। কবি আজিজুল হকের কবিতা আবৃত্তি, কবির জীবনী ভিত্তিক আলোচনা নির্বাচিত কবিদের কবিতা পাঠ, সম্প্রতি সময়ে কবিতা চর্চাসহ বিভিন্নভাগে দিনব্যাপী অনুষ্ঠান চলবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উৎসবের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মুস্তাক, মমতাজ উদ্দিন, এসএম আজহার হোসেন স্বপন, সদস্য সচিব, মামুন আজাদসহ সংশ্লিষ্টরা।