শ্বশুরবাড়ির লোকজনের হামলায় জামাইসহ দুজন আহত

0

স্টাফ রিপোর্টার ॥ শ্বশুরবাড়ির লোকজনের হামলায় জামাইসহ দুজন আহত হয়েছেন। আহতদের ভেতর মাওলানা জুলফিকার আলীকে (৪৫) যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাওলানা জুলফিকার আলীর বাড়ি চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া গ্রামে। তিনি যশোর শহরের মহিলা মাদ্রাসার শিক্ষক। মওলানা জুলফিকার আলীকে গুরুতর অবস্থায় গতকাল সকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শ্যালক হাফেজ মহিবুর রহমান স্ত্রী আফরোজা বেগমকে নিয়ে ঢাকায় বসবাস করেন এবং একটি মসজিদে ইমামতি করেন। আফরোজা বেগম ৪ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় গত বৃহস্পতিবার তাকে শার্শা উপজেলার পাকশিয়া গ্রামে পিত্রালয়ে রেখে এসেছেন। ওই গ্রামের মোসলেম হোসেন আফরোজার পিতা। এ সময় হাফেজ মহিবুর রহমানও সাথে ছিলেন। মহিবুর রহমানের বাড়ি যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামে। মাওলানা জুলফিকার আলী আরো জানিয়েছেন, আফরোজা বেগমকে বৃহস্পতিবার পিত্রালয়ে রেখে আসার পিতা মোসলেমসহ বাড়ির নারী ও পুরুষ মিলে তাদের ওপর হামলা চালায়। হামলায় মহিবুর রহমান ও মাওলানা জুলফিকার আলী আহত হন। নিজ বাড়িতে চিকিৎসাধীন থানা অবস্থায় মাওলানা জুলফিকার আলীর অবস্থার অবনতি ঘটে। তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।