শেষ হলো নবকিশলয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

0

স্টাফ রিপোর্টার॥ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে যশোর নবকিশলয় স্কুলের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল বুধবার সমাপনি দিনের খেলা শেষে স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সকল ইভেন্টের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাম্মী ইসলাম। অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ আতাহার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য প্রফেসর তসকিদুর রহমান, আবুল বাশার, সাইফুদ্দৌলাহ, খন্দকার মাহফুজুল হক ফারুক, আতিয়ার রসুল, শিক্ষক আব্দুর রহমান, রাহেলা খাতুন, নাসিমা পারভীন, শাম্মি শারমিন, আছিয়া ইসলাম, নাজমা বেগম, তমেজ উদ্দিন, রাজিয়া সুলতানা প্রমুখ। পরে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।