সেনা সদস্যের স্ত্রীকে পিষে মারা মাটি টানা ট্রাক্টরটি এখনো দাপিয়ে বেড়াচ্ছে !

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপা শহরের কদমতলা নামক স্থানে ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে মারা যান সেনা সদস্যের স্ত্রী শাহানারা খাতুন। আহত হন শাহানারা খাতুনের স্বামী রাজিবও। কিন্তু এ ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়নি। পুলিশের দাবি কেউ অভিযোগ দেয়নি তাই ট্রাক্টরটি আটক হয়নি। পরিবারের দাবি, মৃত্যু ও আহতের সেবা নিয়ে ব্যস্ত থাকার কারণে থানায় অভিযোগ করা হয়নি।
এদিকে, এখনো ট্রাক্টরটি শৈলকুপায় পৌর এলাকার কাজীপাড়ায় অবস্থিত আশা ইট ভাটার মাটি টেনেই চলেছে। ট্রাক্টরটি কেনো আটক করা হচ্ছে না এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে ঘাতক ট্রাক্টরটি যেভাবে ওই নারীকে পিষে মেরেছে তার ভিডিও ফুটেজ এখন শৈলকুপার মানুষের মোবাইলে মোবাইলে ঘুরছে। ট্রাক্টর মালিক প্রভাবশালী হওয়ায় আটক করা হচ্ছে না বলে অনেকের অভিযোগ। যশোর সেনানিবাসের ৩০ বেঙ্গলে কর্মরত সেনা সদস্য রাজিব। তার চাচাত ভাই আবুল হোসেন জানান, রাজিবের স্ত্রী মারা যাওয়ার কয়েকদিন আগে তার মাও মারা যান। দুর্ঘটনায় রাজিবের অবস্থাও আশঙ্কাজনক। এ কারণে এখনো শৈলকুপা থানায় অভিযোগ দিতে পারেনি। রোগী নিয়ে পরিবারের পক্ষ থেকে ব্যস্ত থাকতে হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এখনো কোন অভিযোগ আসেনি তাই মামলা হয়নি। ‘আমরা এই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনাটি আপনাদের মাধ্যমে জেনেছি।’ উল্লেখ্য, গত শুক্রবার (৭ জানুয়ারি) শৈলকুপায় ইট ভাটার মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আহত হন রাজিবের স্ত্রী শাহানারা খাতুন। এ সময় রাজিবও আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শাহানারাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহানারা (৩৫) খাতুন বালিয়াকান্দি উপজেলার চর দক্ষিণ বাড়ি গ্রামের মেছের আলীর মেয়ে। সেনা সদস্য রাজিব কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের তাজু মন্ডলের ছেলে। রাজিবও বর্তমান যশোর সিএমএইচে মৃত্যু শয্যায় বলে তার ভাই আবুল হোসেন জানান।