একান্ত সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুল: সুযোগ পেলে ক্রিকেটের উন্নয়নে যথাযথভাবে কাজ করতে চাই

0

মাসুদ রানা বাবু ॥ মাঠের খেলোয়াড় জীবন শেষ করেছেন, দুই দশক আগে। এই সময়ে বিদেশে ক্রিকেটের সাথে নানাভাবে যুক্ত থাকলেও দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করার সুযোগ পাননি। ভবিষ্যতে সেই সুযোগটি পেলে যথাযথভাবে কাজে লাগাতে চান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেটের অনেক অর্জনের সঙ্গে তার নামটি জড়িয়ে আছে। ছিলেন, বিশ্বকাপ ক্রিকেটের প্রথম অধিনায়ক অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান। এক সময়ের এই উজ্জ্বল নক্ষত্র বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী। কর্মরত আছেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার ফর এশিয়া হিসেবে। সাম্প্রতি তিনি যশোরের এসেছিলেন আত্মীয় চিকিৎসক শওকত হায়দারের বাড়িতে। শহরের মুজিব সড়কস্থ তার চেম্বারে সাবেক নন্দিত এই ক্রিকেটারের সাথে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা হয়। বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট, ওয়ানডে, টি-২০ তিন ফরমেটের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, টেস্ট ক্রিকেট কিছু সাফল্য থাকলেও সামগ্রিক দিক দিয়ে পিছিয়ে। ওয়ানডে ক্রিকেটকে তিনি অনেক সফলতার সাথে মূল্যায়ন করলেও টি-২০ ক্রিকেটে টাইগাররা লক্ষ্যে পৌঁছাতে পারেননি বলে তিনি মনে করেন।বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিসহ নির্বাচক মন্ডলী সম্পর্কে বিভিন্ন সময়ে সমালোচনার ঝড় ওঠে। সে সম্পর্কে তিনি বলেন, খেলোয়াড় সিলেকশন প্রক্রিয়ায় সবদেশে কমবেশি ভুল থাকে। নির্বাচক মন্ডলী কতটুকু স্বাধীনতার কাজ করছে কিংবা সেই সুযোগ রয়েছে সেটি ভাবতে হবে। কিংবা তারা কারও দ্বারা প্রভাবিত হচ্ছেন কি না। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন, প্রসঙ্গে তিনি বলেন, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। তবে ওই পদে এমন কাউকে বসানো উচিত বলে মনে করি ক্রিকেট সম্পর্কে সম্যক ধারণা আছে। বিশ্বের উন্নত ক্রিকেটের দেশগুলোতে দায়িত্বশীল পদে দীর্ঘদিন কাউকে রাখা হয় না। বাংলাদেশের ক্ষেত্রেও সেই কাজটি করতে পারলে ভালো হয়। তিন ফরমেটে যে খেলোয়াড় দরকার। তার চেয়ে অনেক কম রয়েছে বলে তিনি মনে করেন। খেলোয়াড় স্বল্পতা দূরীকরণে তিনি বয়স ভিত্তিক ক্রিকেটের ওপর বেশি গুরুত্ব দেন। বর্তমান যে বয়সভিত্তিক ক্রিকেট হচ্ছে তা ১০ জুন বাড়ানো দরকার বলে তিনি মনে করেন। গুরুত্ব দিতে হবে স্কুল, যুব এবং স্থানীয় ক্রিকেটের ওপর। লক্ষ্যহীনভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আমিনুল ইসলাম বুলবুল, এশিয়াসহ বিভিন্ন দেশের ক্রিকেটের মান উন্নয়নের কাজ করেছেন। আইসিসির ১৫টি মাস্টার প্রশিক্ষক হিসেবে বিশ্বব্যাপী যারা আছেন, তাদের মধ্যে তিনি একজন। যাদের কাজটাই মূলত কোচদের ট্রেনিং ও তাদের কাজের প্ল্যানিং নিয়ে। এত কিছুর পরও কেন নিজ দেশের ক্রিকেট উন্নয়নের দায়িত্ব পেলেন না, ভবিষ্যতে পেলে কি করবেন এমন প্রশ্নে তিনি বলেন, হয়তো তারা আমাকে উপযুক্ত মান করে না। কিংবা আমি উপযুক্ত নই। ভবিষ্যতে এই দায়িত্ব পেলে যথাযথভাবে কাজে লাগাতে চাই। ছেলে মাহাদি ইসলাম খেলেছেন, অস্ট্রেলিয়া-অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছেন। খেলেছেন ভিক্টোরিয়া প্রিমিয়ার লিগে। তিনি বলেন, ছেলেকে আগামী বছর থেকে নিজ দেশের ক্রিকেটের সাথে যুক্ত করবো। লোকসমাজ পরিবারের সদস্যদের তিনি ধন্যবাদ জানান।