পাইকগাছার শিশু রাকেশ ভারতে শিশু আশ্রম থেকে ১০ মাস পর দেশে ফিরেছে

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছার শিশু রাকেশ (১৩) ভারতের বিএসএফ এর কাছে আটকের দশ মাস পর সে দেশের শিশু আশ্রম থেকে দেশে ফিরেছে। সে পাইকগাছার লস্কর ইউনিয়নের উত্তর খড়িয়া গ্রামের অমল সরদারের ছেলে। উপজেলার শিশু রাকেশ ভারতে বসবাসরত তার কাকার কাছে যাওয়ার জন্য ১০ মাস পূর্বে বাড়ি থেকে বের হয়। সীমান্ত পার হওয়ার সময় ভারতীয় সে বিএসএফের কাছে ধরা পড়ে। বয়সে শিশু হওয়ায় সে দেশের কর্তৃপক্ষ তাকে একটি শিশু আশ্রমে পাঠায়। ঐ দেশে আটকে পড়া শিশু আশ্রম থেকে মোবাইলে তার পরিবারের সাথে যোগাযোগ করে। ছেলেকে উদ্ধারের জন্য আইনগত ভাবে থানায় জিডি ও যোগাযোগ করে তার পিতা। যা নিয়ে দৈনিক যুগান্তরে রিপোর্টও প্রকাশিত হয়। খবরের প্রেক্ষিতে একটি এনজিও আটকে পড়া শিশুকে উদ্ধারেরে জন্য এ প্রতিনিধির সাথে যোগাযোগ করেন। তৎকালীন পাইকগাছা থানার ওসি এজাজ শফি ও লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন রাকেশকে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মানবাধিকার সংগঠনের সহায়তায় একপর্যায়ে ভারতীয় কর্তৃপক্ষ রাকেশকে পুশব্যাক করতে সম্মত হয়। ৭ জানুয়ারী বিকেলে তাকে বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে আনা হয়। আইনী প্রক্রিয়া ইউপি চেয়ারম্যান তুহিন ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়।