শৈলকুপায় পরাজিত মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয়েছে। এসময় বাড়ির আসবাবপত্র ভাঙচুরসহ নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করা হয়। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিজয়ী মেম্বার প্রার্থী মোহাম্মদ ইমরান হোসেন বাবু ও পারজিত আবু কালাম মন্ডলের সমর্থকরা বিবাদে জড়িয়ে পড়েন। কালাম মন্ডল অভিযোগ করেন, ‘তাদের সাথে আমাদের পুরনো কোন শত্রুতা ছিল না। নির্বাচনকে ঘিরে আমাদের ওপর তারা ক্ষিপ্ত। প্রথমে ডিসবাবু মাইকিং করে লোকজন ডাকে। এরপর দেশীয় অস্ত্র নিয়ে ইমরান হোসেন বাবু ওরফে ডিসবাবু, দিয়ানত খাঁ, আসাদ মোল্লা, আমানত খাঁ, মুক্তার মোল্লা, ফজলু শেখ, মনিরুল ইসলাম, বাবুর আলী খাঁসহ ৩০/৪০ জন হামলা চালায়।’ এসময় তারা বাড়িঘরে ভাঙচুর চালায় এবং নগদ টাকাসহ মামলামাল লুট করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। শৈলকুপা থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার নাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।