চৌগাছায় দু’টি আড়ত থেকে ট্রাক ভরে ধান পাট হলুদ কলাই চুরি!

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় দুইটি ধানের গুদামে (আড়ত) দুঃসহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা আড়তের তালা ভেঙ্গে ধান, পাট, হলুদ, কলাই ও ধান মাপা মিটারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে চৌগাছা-মহেশপুর সড়কের জেটিকে মাদ্রাসা সংলগ্ন আড়ত দু’টিতে দুঃসাহসিক চুরি হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী উপজেলার স্বরুপদাহ গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে শফিয়ার রহমান ও একই গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে মারুফ হোসেন মেল্টু জানান, বৃহস্পতিবার সারা দিনই তারা গোডাউন খুলে বিভিন্ন মালামাল ক্রয় করে আড়তে রেখে যান। শুক্রবার সকালে খবর পাই তাদের আড়তে তালা ভেঙ্গে চোরেরা ধান পাটসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে গেছে। খবর পেযে দ্রুতই আড়তে এসে চুরির দৃশ্য দেখে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। ব্যবসায়ী শফিয়ার রহমান জানান, প্রায় ৩০ বছর ধরে আড়তদারির ব্যবসা করে আসছি, কিন্তু এখন চুরির সম্মুখিন কোন দিনই হতে হয়নি। তার আড়ত হতে চোরেরা ৭০ কেজির ৩০ বস্তা চিকুন ধান যার বাজার দর প্রায় ৮০ হাজার টাকা এবং ৩০ মণ পাট যার বাজার দর প্রায় ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে। একই সাথে ওই আড়তে ধান মাপা সকল যন্ত্রপাতিও নিয়ে যায় চোরেরা। পাশের আড়দার মারুফ হোসেন মেল্টু জানান, তার আড়তে তালা ভেঙ্গে চোরেরা ১৭০ মন মিনিকেট ও সুভল লতা ধান, ১৩ মন মাস কলাই ও ২৪ মণ হলুদ নিয়ে গেছে। একই সাথে ওই আড়তে ধান পাট মাপা মিটারও চোরেরা নিয়ে যায়। তার আড়তে চুরি হওয়া পন্যের বাজারদর প্রায় সাড়ে ৩ লাখ টাকা বলে জানা গেছে। ভুক্তভোগীদের ধারনা রাতের আধারে চোরেরা আড়তে তালা ভেঙ্গে দু’টি আড়তে থাকা পন্য একটি ট্রাকে ভরে নিয়ে গেছে। চুরির সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারনা। প্রায় ৩ যুগ ধরে আড়তের ব্যবসা করলেও এমন ক্ষতির মুখোমুখি কখনও হতে হয়নি। তারা চুরির ঘটনাটি তদন্তপূর্বক চুরি হওয়া মালামালা ফেরত পেতে আইন শৃংখলাবাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসি জানান, আড়ত দু’টি মেইন সড়কের পাশে অবস্থিত, প্রায় সারা রাতই ওই সড়ক দিয়ে সাধারণ মানুষসহ বিভিন্ন ধরনের যানচলাচল করে। তারমধ্যে চোরেরা যে ভাবে চুরি করেছে তা সকলকে ভাবিয়ে তুলেছে। দোকান পাটে কিংবা বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটলেও আড়তে এমন চুরি কখনও দেখেনি এ জনপদের মানুষ, সে কারনে সকলেই হতবাক হয়েছেন।