নড়াইলে বহি®কৃত মহিলা লীগ নেত্রী রানু বেগমের অপকর্মে নেতৃবৃন্দের নিন্দা

0

নড়াইল অফিস ॥ নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের বহি®কৃত নেত্রী রানু বেগম দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করায় নিন্দা জানিয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ নেতৃবৃন্দ। মহিলা আওয়ামী লীগের নড়াইল জেলা শাখা সূত্রে জানা যায়,আউড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানু বেগমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৯ সালের ২৪ নভেম্বর স্থায়ী বহিষ্কার করা হয়। এরপরও তিনি প্রশাসন এবং বিভিন্ন জায়গায় মহিলা আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার পরিচয় দিয়ে নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। রানু বেগম বর্তমানে মহিলা আওয়ামী লীগের সাথে জড়িত নেই। তার কোনো ধরনের অপকর্মের ভার মহিলা আওয়ামী লীগ নেবে না। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া খানম,সহ-সভাপতি অ্যাডভোকেট রওশনারা লিলি, সহ-সভাপতি গুলশান আরা বুলু,বীর মুক্তিযোদ্ধা অর্পণা রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা, সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা, ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদা বেগম সদস্য সালমা রহমান কবিতা।