যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটাতে লবিস্ট নিয়োগের পরামর্শ সংসদীয় কমিটির

0

লোকসমাজ ডেস্ক॥ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব ও সংস্থাটির কয়েকজন সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলতে দেশটিতে লবিস্ট নিয়োগের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে নিষেধাজ্ঞা তুলতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের পক্ষে মত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ প্রত্যাশা করা হয়। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটর বা কংগ্রেসম্যানদের সঙ্গে অনেকে লবি করে। এসব কাজের জন্য লবিস্ট আছে, পিআর প্রতিষ্ঠান আছে। সেকারণে অনেক নেতিবাচক তথ্য তাদের কাছে উপস্থাপন করা হয়।
তিনি বলেন, আমাদের এখানে কাজ করতে হবে। কমিটি বলেছে, যুক্তরাষ্ট্র্রে যদি বাংলাদেশের পক্ষ থেকে লবিস্ট নিয়োগ করা হয়, তাহলে আমাদের সঠিক তথ্য আমরা সেখানে পৌঁছাতে পারব। ফারুক খান বলেন, আমরা বলেছি, দূতাবাসকে আরও তৎপর হতে হবে। মন্ত্রণালয়কে বলা হয়েছে, বিষয়টি আরও নিবিঢ়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। বৈঠকে এনিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে আলোচনা চালানোর মতও আসে। ফারুক খান বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিকে এ বিষয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়। প্রয়োজনে সংসদীয় কমিটি যুক্তরাষ্ট্র সফর করবে।
বৈঠকে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, তিনি আগামী ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। তখন নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করবেন তিনি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর ৭ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রতিক্রিয়ায় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে সরকারের অবস্থান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স ও মো. আব্দুল মজিদ খান। বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ফ্রান্স ও মালদ্বীপ সফর নিয়ে আলোচনা হয়। দেশ দুটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।