মোরেলগঞ্জ থেকে ২৫০ বস্তা ধাননিয়ে ট্রাকসহ উধাও চালক

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ আড়াই শ বস্তা ধান নিয়ে গত চার দিন ধরে ট্রাকসহ চালক নিখোঁজ রয়েছে। মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী বাজার থেকে দিনাজপুরে ওই ধান পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো হদিস পাওয়া যাচ্ছে না। চালকের মোবাইল(০১৯২৯ ১৩৭১২৩,০১৯২৯ ২৩১৭২৩) ফোনটিও বন্ধ রয়েছে। মোরেলগঞ্জ থানা পুলিশ অভিযোগটি তদন্ত করছে বলে ধানের মালিক জানিয়েছেন। মোরেলগঞ্জের ধান ব্যবসায়ী আব্দুল লতিফ শিকদার বাগেরহাট ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মুজাহিদ এর মাধ্যমে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৫-৭৫৩০) ভাড়া করেন। গত ২৯ ডিসেম্বর বুধবার রাত ১১ টার দিকে ২৫০ বস্তা (৪৪৫ মণ)(বাজার মূল্য সোয়া ৪ লাখ টাকা) ধান নিয়ে দিনাজপুর শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ধানের মালিক আব্দুল লতিফ জানান, এ ব্যাপারে তিনি গত ১ জানুয়ারি মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ড্রাইভার নিজেই গাড়ির মালিক। গত চার দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ওই ট্রাকটির সন্ধান করে চালক ( মালিক) এবং ট্রাকটির কোনো সন্ধান পাওয়া যায়নি। চালক ও মালিক আলী আজগর বরিশাল জেলার বানরিপাড়া থানার বানরিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আজগর আলী(৫৫)।