থার্টি ফাস্ট নাইটের উৎসবে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী আহত

0

স্টাফ রিপোর্টার॥ থার্টি ফাস্ট নাইট উৎসব করার সময় দলীয় প্রতিপক্ষের সশস্ত্র হামলায় সাহিদুল ইসলাম রিপন (৩৮) নামে এক যুবলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। হামলায় তার একটি হাত ভেঙ্গে গেছে এবং দু’পাসহ সমস্ত শরীর থেতলে গেছে। ৩১ ডিসেম্বর রাতে যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, থার্টি ফাস্ট নাইটে উৎসব করার জন্য যুবলীগ কর্মী সাহিদুল ইসলাম রিপন তার সমর্থকদের নিয়ে খাবারের আয়োজন করেন। পুরাতন কসবা ঘোষপাড়াস্থ বাঁশতলা স’মিলের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে রাত ১১টার দিকে দলীয় কর্মীরা খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় একই দলের প্রতিপক্ষ গ্রুপের ৩০ থেকে ৪০ জন সেখানে হামলা চালায়। তাদের ভেতর ১০ হতে ১২ জনের হাতে পিস্তল ও একজনের হাতে শর্টগান ছিল। অন্যদের হাতে ছিল জিআই পাইপ। সাহিদুল ইসলাম রিপনকে হামলাকারীরা বেদমপ্রহার করলে তিনি আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় গভীর রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তার বাম হাত ভেঙে গেছে। দু’পাসহ সমস্ত শরীর থেতলে গেছে। শাহিদুল ইসলাম রিপন নিজেকে যুবলীগ কর্মী দাবি করে বলেছেন, তিনি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ গ্রুপের সমর্থক। এ হামলার ঘটনায় তিনি। যশোর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলনকে দায়ী করে বলেন, তার নেতৃত্বে এ হামলা হয়েছে। মিলন প্রথমে তাকে মাটিতে ফেলে জিআই পাইপ দিয়ে বেদম প্রহার করে। এরপর তিনি হাফিয়ে ওঠেন। তখন তার নির্দেশে অন্যরা পিস্তলের বাট ও জিআই পাইপ দিয়ে মারতে থাকে। তখন তার (রিপনের) সমর্থকরা খাবার ফেলে পালিয়ে যায়। তাদের মারপিটে রিপন চেতনা হারিয়ে ফেলে। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। রিপন পুরাতন কবসা ঘোষপাড়ার মৃত নাসিরুদ্দিনের চিকিৎসাধীন রয়েছেন।