তালায় পাঠ্যবই বিক্রয়ের ঘটনায় মাদ্রাসা সুপারকে কারণ দর্শানো নোটিস

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলার তেরছি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলামকে শিক্ষার্থীদের পাঠ্য বই বিক্রয়ের ঘটনায় কারণ দর্শানোর নোটিস দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। গত বৃহস্পতিবার দেওয়া ওই নোটিসে আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে হাজির হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত বক্তব্য প্রদান করার জন্য বলা হয়েছে। শুক্রবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর শিক্ষা অফিসসহ সাংবাদিকদের দপ্তরে দৌড়ঝাঁপ শুরু করেছে মাদ্রাসা সুপার শফিকুল ইসলাম।
২৯ ডিসেম্বর ২০২১ সালের মাদ্রাসার নতুন বই কেনার অভিযোগে আনছার আলী নামে এক ফেরিওয়ালাকে আটক করে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে তিন বস্তায় ১শ কেজি ওজনের পাঠ্যবই জব্দ করে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করেন। ইউএনওর নির্দেশে উপজেলা শিক্ষা অফিসার বুধবার ওই তিন বস্তা বই জব্দ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানান, নতুন বই বিক্রয়ের ঘটনায় মাদ্রাসার সুপারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ওই ঘটনার সুনির্দিষ্ট জবাব না দিতে পারলে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে বইগুলো জব্দ করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসারকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।