ঝিকরগাছায় সাংবাদিক ও পুলিশের সাথে মানবপাচার প্রতিরোধে সংলাপ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় মানবপাচার প্রতিরোধে পুলিশ ও সাংবাদিকদের সাথে ঢাকা আহ্ছানিয়া মিশনের সংলাপ হয়েছে। সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্সরুমে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার এ এফ এম ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। অনুষ্ঠানে মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য করনীয় শীর্ষক স্বাগত বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনালের ফিল্ড অফিসার শেখ মনিরুল হুদা। এসময় বক্তব্য রাখেন, আশ^াস প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম, মনিটরিং অ্যান্ড ডক্যুমেন্টারি অফিসার নবনীতা সাহা, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, ঢাকা আহ্ছানিয়া মিশনের সোশ্যাাল মোবিলাইজার ইসমাইল হোসেন প্রমুখ।