কলঙ্ক পড়ে আছে আলো নেই–মাহবুব তালুকদার

0

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন স্বপ্ন ও আশা ভঙ্গের বেদনা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘বিগত জাতীয় সংসদ নির্বাচনের স্মৃতি অন্তরে আলোকিত থাকার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার স্মৃতিতে চাঁদের কলঙ্কটুকু পড়ে আছে, আলো নেই।’ একাদশ সংসদ নির্বাচনের তিন বছর পূর্তি উপলক্ষে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘ওই নির্বাচন কলঙ্ক এজন্য যে তাতে ২১৩ ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছিল। এ ছাড়া বিবিসি সংবাদদাতা ভোটের আগেই পূর্ণ ব্যালট বাক্সের যে ছবি প্রকাশ করেছেন এবং পরবর্তীতে দিনের ভোট আগের রাতেই হয়ে গেছে বলে যে দাবি করা হয়েছে, আমরা তা খণ্ডন করতে পারিনি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে ২০১৮ সালের জাতীয় নির্বাচন স্বপ্ন ও আশা ভঙ্গের বেদনা ছাড়া আর কিছু নয়।’ এই নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন করা সাংবিধানিকভাবে বাধ্যতামূলক। তবে আইনটাই যথেষ্ট নয়। এ আইন সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং ওই আইন অনুযায়ী নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ হওয়া বাঞ্ছনীয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘২০২৩ সালের পরবর্তী জাতীয় নির্বাচন যেন গণতন্ত্রের আলোকবর্তিকায় উদ্ভাসিত হয়ে ওঠে, এটা আমার একান্ত কামনা।’