অভিনয় ছাড়তে চেয়েছিলেন ম্রুণাল

0

লোকসমাজ ডেস্ক॥ অভিনয় দক্ষতায় দর্শক মনে জায়গা করে নিয়েছেন ম্রুণাল ঠাকুর। ইতোমধ্যে ‘সুপার থার্টি’, ‘বাটলা হাউজ’, ‘গোস্ট স্টোরিজ’, ‘তুফান’ ও ‘ধামাকা’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।
তবে অভিনয় ক্যারিয়ারের এই পথচলা মোটেও তার জন্য সহজ ছিল না। প্রতিনিয়ত নানা বাধার মুখে পড়তে হয়েছে। এক সময় অভিনয়ও ছাড়তে চেয়েছেন এই অভিনেত্রী।
এ সাক্ষাৎকারে ম্রুণাল বলেন, ‘আমি যখন নিজের ক্যারিয়ার শুরু করেছিলাম, এমন আচরণ পেতাম, বাড়ি ফিরে শুধুই কাঁদতাম। বাবা-মাকে বলেছিলাম, আমার এই পেশা আর ভালো লাগছে না। কিন্তু তারা আমার সাফল্যের স্তম্ভ। আমাকে দশ বছর পরের কথা চিন্তা করতে বলেছিলেন। তারা বলতেন, এক সময় আমাকে দেখেও মানুষ অনুপ্রাণিত হবেন, তাদের মনে হবে, আমি পারলে তারাও পারবেন।’
ছোট পর্দার মাধ্যমে বিনোদন দুনিয়ায় পা রাখেন ম্রুণাল ঠাকুর। ‘মুঝসে কুছ কেহতি… ইয়ে খামোশিয়া’, ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন। অভিনেতা হৃতিক রোশানের বিপরীতে ‘সুপার থার্টি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। সিনেমাটি পরিচালনা করেন বিকাশ বহেল।
ম্রুণাল অভিনীত পরবর্তী সিনেমা ‘জার্সি’। স্পোর্টস-ড্রামা ঘরানার এই সিনেমায় তার বিপরীতে আছেন শহিদ কাপুর। একই নামের একটি তেলেগু ভাষার সিনেমার রিমেক এটি। প্রথম সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন নানি ও শ্রদ্ধা শ্রীনাথ। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে সিনেমাটি। আগামী ৩১ ডিসেম্বর শহিদ-ম্রুণালের ‘জার্সি’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।