ঝিকরগাছা পৌর নির্বাচন মেয়র পদে ৭ জনই লড়বেন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জনই লড়বেন। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এদিন শুধু ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলী আশরাফ তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে নির্বাচনে মেয়র পদে ৭, সাধারণ কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইমরান হাসান নিপুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, আওয়ামী লীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক এ.কে.এম আমানুল কাদির টুল্লু, উপজেলা যুবলীগের আহ্বায়ক ছেলিমুল হক সালাম, আব্দুল্লাহ আল সাঈদ ও ইমতিয়াজ আহমেদ শিপন। এর আগে ২০ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হুমায়ুন কবিরের প্রার্থিতা বাতিল হয়। এছাড়া ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোহানুর রহমান শিপন গাজি, ৮নম্বর ওয়ার্ডের তারেকুজ্জামানের মনোনয়নপত্র এ সময় বাতিল হয়েছিলো। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী, ৯টি ওয়ার্ডে ৬৩ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ ওয়ার্ডে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।